সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায়  স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী  

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায়  স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী  

সুনামগঞ্জের ধর্মপাশায় স্থানীয়ভাবে  উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী রোববার (৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।    

এর আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও  পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান । 

অন্যাদের মধ্যে বক্তব্য দেন, সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ মো. জসিম উদ্দিন,  উপজেলা প্রকৌশলী সাহাবউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

টিএইচ